চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো এবং নবনির্বাচিত কমিটি’কে ফুলেল শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানে কর্মরত স্টাফ ও সময় রক্ষক’গণ।তাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। যাত্রীদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে সেবা প্রদানের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, শুক্রবার সকালে কমিটি গঠন নিয়ে সমিতির কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্টিত হয়। সভায় বাস মালিক সমিতির সকল সদস্য অংশ নেন। আলোচনা শেষে সদস্যদের কন্ঠভোটে পুনরায় জসিম উদ্দিন সভাপতি ও হাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, ও আশারাফ আলী, যুগ্ম সম্পাদক হাজী এমএম গিয়াসউদ্দিন মৃধা, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান, দপ্তর সম্পাদক মঈনউদ্দিন বিশ্বাস, সড়ক সম্পাদক ইসরাইল সরদার ও মিন্টু মিয়া, সদস্য সহিদুল ইসলাম, ফরিদুজ্জামান ও আমজাদ হোসেন।
অদ্য দ্বায়িত্ব গ্রহনের দিন হতে নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন বলে সমিতির সূত্র নিশ্চিত করেছেন।