যশোর চৌগাছা উপজেলায় কয়েক শত মরা গাছ এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে পথচারীসহ এলাকার মানুষের।অল্প বাতাসেই ভেঙে পড়ছে সেসব মরা গাছ ও গাছের ডালপালা, রাস্তায় দাঁড়িয়ে থাকা এসব গাছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, এমন আতঙ্ক ও আশঙ্কা নিয়ে চলাচল করছে এলাকার পথচারীরা।
প্রতিনিয়ত ঘটছে ছোটো-খাটো দুর্ঘটনাও, ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করছে পথচারীরা , ব্যবসায়ী শান্ত জানান, প্রতিদিন তাকে এই রাস্তায় চলাচল করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। কয়েকদিন আগেই ঝড়ে একটি গাছের বড় ডাল ভেঙে পড়ে দোকানের উপর, এজন্য তাদের আতঙ্ক আরও বেড়ে গেছে বলে জানান তিনি।
সোহেল নামের এক পথচারী বলেন, একটু বাতাস হলেই এই রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না, না জানি কখন কার মাথার উপর ভেঙে পড়ে গাছের ডালপালা ,কেন যে এসব গাছ কাটা হচ্ছে না জানি না। দ্রুত এই গাছগুলো কাটা হোক।