রাজশাহীর বাঘাতে ঝড়ে বটগাছ উপরে পড়ে নিহত ৩,আহত হয়েছে ৪জন।
রাজশাহীর বাঘায় মঙ্গলবার ৫ জুন ২০২৪ দিবাগত রাত সারে আটটায় উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড় নামক স্থানে ভিষণ ঝড়ে বটগাছটি উপড়ে যায় ঘটনা স্থলে গাছটির নিচে পড়ে তিনজন মারা গেয়াছেন।
নিহতরা ৩ জন হলেন জালাল উদ্দিন,(৪০), পিতা মুরাদ ,জাকিরুল(৩০) পিতা রিয়াজ, সেন্টু(৪০) হাসেন।
আহতরা হলেন _আবু তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল, জান মোহাম্মদের ছেলে আজগর। এদের সকলের বাড়ি চক বাউসা গ্রামে।
মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়, এ সময় বটগাছ উপড়ে পড়লে তারা নিচে পড়ে যায়।