গত মঙ্গলবার (৪ জুন) গাইবান্ধা জেলা পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন। শুরুতেই সার্কিট হাউজে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।
এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।এ সময় জেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সকলের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন৷ এরপর, তিনি ফুলছড়ি উপজেলায় অবস্থিত ফ্রেন্ডশিপ এনজিওর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন, পলাশবাড়ী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
এছাড়াও তিনি পলাশবাড়ী উপজেলায় পলাশবাড়ী টেনিস কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন এবং অফিসার্স ক্লাব চত্বরে বৃক্ষরোপণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক, গাইবান্ধাসহ রংপুর বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গাইবান্ধা জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।