যশোরে প্রয়াত জননেতা খালেদুর রহমান টিটোর স্বরনে সহকর্মী ও সমর্থকগোষ্ঠির এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে । বিকেলে যশোরের (চারখাম্বার মোড়) রাসেল চত্বরের হোটেল অরিয়ানের মাঠে প্রয়াত জননেতা খালেদুর রহমান টিটোর সমর্থকগোষ্ঠির আয়োজনে এই স্বরন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এ্যাডঃ শরিফুল আলম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রয়াত জননেতা খালেদুর রহমান টিটোর সুযোগ্য পুত্র এ্যাডঃ খালেদ হাসান জিউস। হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতিতে স্বরন সভা জনসমুদ্রে পরিনত হয়। এ সময় এ্যাডঃ খালেদ হাসান জিউস ও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী হাতে হাত মিলিয়ে সকল নেতাকর্মী উদ্দেশ্য বলেন আসন্ন সদর উপজেলা নির্বাচনে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আনারস মার্কার পক্ষে ভোট দেওয়ার আহবান জানান।
সভা শেষে রাসেল চত্বর থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পঅর্পন করেন। এছাড়াও সদর, ইউনিয়ন, ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।