1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চৌগাছা আইন শৃংখলা কমিটির সভায় মাদক প্রতিরোধে সোচ্চার হবার আহবান | দৈনিক সংবাদ ৭১
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

চৌগাছা আইন শৃংখলা কমিটির সভায় মাদক প্রতিরোধে সোচ্চার হবার আহবান

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

যশোরের চৌগাছায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, বাল্য বিয়ে ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার হবার আহবান জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় আলোচনা করেন নবাগত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।
এ সময় তিনি বিজিবির উদ্দেশ্যে বলেন, সীমান্তে পাখি পর্যন্ত যাওয়া আসা করতে পারেনা যদি আপনারা (বিজিবি) না চান। তাহলে ফেনসিডিল কীভাবে আসে? তিনি বলেন মাদক প্রতিরোধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে আরো আন্তরিক হতে হবে।
বাল্যবিয়ের বিষয়ে বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সভা করতে হবে। বাল্য বিয়ের ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরতে হবে। এ বিষয়ে আমাদের পদক্ষেপ নেয়া প্রয়োজন।
সড়কের নিরাপত্তার বিষয়ে বলেন, মালামাল বোঝাই করা যানবাহন বাইপাস সড়ক ব্যবহার করবে। বাজারে সড়ক নিরাপত্তার কথা সকলকে ভাবতে হবে।
এছাড়া তিনি সামাজিক অপরাধ, সন্ত্রাস প্রতিরোধে বলেন, নিয়ম শৃংখলার মধ্যে থেকে আমাদের চলাচল করতে হবে। জনগনের নিরাপত্তা নষ্ট করা যাবে না। যারা বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর লোকজন ব্যবস্থা নেবে। তিনি বলেন জনগনের ভোগান্তি যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নূরুল কদর, অবাইদুল ইসলাম সবুজ, মাসুদুল হাসান, আবুল কাশেম, বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ব্রাকের জেলা ম্যানেজার শংকর রায় চৌধুরী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি কমান্ডার মোনায়েম, শিক্ষক ফারুক হোসেনসহ সরকারি, বেসরকারি ও আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।