স্টাফ রিপোর্টার: প্রভাষক জাহিদ হাসান
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে তিনি জানান, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। অন্যায়-অবিচার দেখলে তিনি অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বীসহ সবার জন্য গভীর অনুপ্রেরণার উৎস। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্কৃতির একটি অনন্য বৈশিষ্ট্য। ইতিহাস জুড়ে মানুষ বিভিন্ন ধর্ম পালন করে আসলেও সম্প্রীতির বন্ধন বজায় রেখেছে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারও সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে বদ্ধপরিকর। সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই যেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বৈষম্যমুক্ত, সম্প্রীতিপূর্ণ একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব।”