আবহাওয়া ডেক্স | প্রভাষক জাহিদ হাসান
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেশের প্রায় সব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি হচ্ছে। তবে এটি কোনো লঘুচাপের প্রভাবে নয়।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, দক্ষিণের সুন্দরবনসংলগ্ন কিছু এলাকা বাদে দেশের প্রায় সব জায়গার আকাশ মেঘে ঢেকে আছে এবং বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এদিকে, বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলে তেমনভাবে পড়বে না। শাহনাজ সুলতানা বলেন, “লঘুচাপের প্রভাব ভারতের উপকূলবর্তী কয়েকটি স্থানে বেশি অনুভূত হবে।”
আজ সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।