মোঃ জসীম মিয়া, মাদারীপুর প্রতিনিধি ||
বিপুল শ্রদ্ধা, ভাবগম্ভীর পরিবেশ ও নানা আয়োজনে মাদারীপুরে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দিবসটির প্রথম কর্মসূচি হিসেবে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামে শহীদ তাওহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর শহীদ রোমান বেপারী, শহীদ মোঃ নাইমুর রহমান, শহীদ মামুন সরদার, শহীদ ইসমাইল হোসেন রাব্বি, শহীদ সৈয়দ নাজমুল হাসান ও শহীদ মোঃ আশরাফুল হাওলাদারের কবরে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তন্নীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরা। তারা তাদের প্রিয়জনদের আত্মত্যাগ, আন্দোলনের প্রেক্ষাপট এবং চলমান বৈষম্যবিরোধী চেতনা নিয়ে অনুভূতি প্রকাশ করেন।
আলোচনায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ, আহত ও অংশগ্রহণকারী পরিবারগুলোর জন্য দোয়ার আয়োজন করা হয়। পরে তাদের সম্মানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।