আপেল মাহমুদ, ব্যুরো প্রধান, বগুড়া | দৈনিক সংবাদ ৭১
বগুড়া জেলার গাবতলী পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শহীদ জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে এবং গৌড়দহ গ্রামে শহীদের কবর জিয়ারতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।
এছাড়াও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, সহ-সভাপতি আফসার আলী মিজু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, জেলা যুবদলের সদস্য সাব্বির হোসেন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা শহীদ জিল্লুর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।