মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী │
রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়া হোসেন। শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় তিনি নদীবন্দর এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন,
“সুলতানগঞ্জ নদীবন্দরের অবকাঠামো উন্নয়ন করতে হলে উচ্চপর্যায়ে আলাপ-আলোচনা প্রয়োজন। আমি বিষয়টি পজিটিভভাবে দেখছি।”
তিনি আরও বলেন,
“নৌবন্দরের কার্যক্রম শুরু করতে হলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগসহ বেশ কিছু প্রস্তুতি প্রয়োজন। যেহেতু এই প্রকল্পে সরকারের একাধিক সংস্থা সম্পৃক্ত, তাই সব পক্ষের ইতিবাচক সাড়া পেলে অচিরেই কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”
এর আগে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা নেন।
এই নদীবন্দর চালু হলে রাজশাহী অঞ্চলসহ উত্তরাঞ্চলের অর্থনীতি এবং আন্তঃদেশীয় নদীপথ পরিবহন ব্যবস্থা আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।