আপেল মাহমুদ, বগুড়া ব্যুরো
শপথ গ্রহণ ও কেক কেটে বর্ণাঢ্য অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো “বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি”।
গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা এবং তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো এই সংগঠনটি।
শুক্রবার (১ আগস্ট) বেলা ৩টায় বগুড়া শহরের মফিজ পাগলা মোড়স্থ রোসাচ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান।
সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি-এর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠিত করাটা সময়ের দাবি। এই ইউনিটির মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তাঁরা আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা, নৈতিকতার মানদণ্ড রক্ষা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটার পর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান অতিথি রেজাউল হাসান রানু।
শপথ গ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচ আলিম – সাধারণ সম্পাদক, বগুড়া ক্রিয়া রিপোর্টার্স ইউনিটি। সভাপতিত্ব করেন মাজেদুর রহমান।