বাঞ্ছারামপুরে ছয়ফুল্লা কান্দি ইউনিয়নে রাহাত আলী শার ৮০তম উরুশ মোবারক উদযাপিত
মোঃ আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া: ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লা কান্দি ইউনিয়নে অবস্থিত পীর হযরত রাহাত আলী (রহ.) শার মাজারে উদযাপিত হয়েছে ৮০তম উরুশ মোবারক।
আজ ১৭ শ্রাবণের দিবাগত রাতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান, ভক্ত-মুরিদান ও আশেকানদের অংশগ্রহণে মাজার প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের পদচারণায় মুখর ছিল গোটা এলাকা।
উরুশ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান। এই আধ্যাত্মিক মিলনমেলাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
আয়োজক কমিটির সদস্যরা জানান, “রাহাত আলী (রহ.) শার উরুশ শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ছয়ফুল্লা কান্দি ইউনিয়নের ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মিলনস্থল।”
স্থানীয় জনগণ এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের উরুশ মোবারক পরিণত হয়েছে এক অনন্য ধর্মীয় ও সামাজিক মিলনমেলায়।