জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট” প্রকল্পের আওতায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বিভিন্ন নদী, খাল ও বিলে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উত্তর মুরাদিয়া থেকে শুরু করে একাধিক স্থানে চায়না দুয়ারী ও খাল থেকে বেত জাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক। জব্দ করা অবৈধ জালগুলো তাৎক্ষণিকভাবে আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ সময় ইউএনও জানান, “দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।”