মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক প্রতিনিধি:
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে solemn পরিবেশে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী। একই সঙ্গে সম্প্রতি ঢাকার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বাংলাদেশি শিক্ষার্থীসহ কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন,
“২০২৪-পরবর্তী বাংলাদেশের বদলে যাওয়ার ধারাবাহিকতায় আমরা এখন সংস্কার ও সুশাসনের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক অর্থনীতির পথে অগ্রসর হচ্ছি।”
তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, তরুণ ও মেধাবী জনগোষ্ঠী, শিল্প ও প্রযুক্তি খাতের দ্রুত অগ্রগতি এবং রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যে অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং জুলাই অভ্যুত্থানে প্রবাসী ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণীয় বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি প্রবাসী ছাত্র-জনতার সাহসিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্তবর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানের শেষে অতিথিদের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী দেশীয় খাবার।