রাবি মার্কেটিং ক্লাবের নেতৃত্বে অনিক-জুলকিবলি
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং ক্লাবের ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তোফায়েল আহমেদ অনিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী জুলকিবলি হাসান।
গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বিভাগের গ্যালারি কক্ষে এক বিশেষ সাধারণ সভায় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. নূরুজ্জামান এই কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য সহযোগী অধ্যাপক শেখ শামীমা সুলতানা ও সহযোগী অধ্যাপক মোছা. আঞ্জুমান আরা।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি—সাবা হাসিন ইফাজ, মীর আরিফুল ইসলাম, ইফাত সাদেক পুষ্প;
যুগ্ম সম্পাদক—সুদীপ্ত কুমার সরকার, পলাশ চন্দ্র দেবনাথ, এস. এম. ওয়াহিদুল আলম;
সাংগঠনিক সম্পাদক—ইমন পোশনেম; যুগ্ম সাংগঠনিক সম্পাদক—মো. সামিউল ইসলাম;
কোষাধ্যক্ষ—রেজওয়ানা শারমিন স্মৃতি।
ডেপুটি উইং লিডার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
অ্যাডমিন উইং—তামিম খান, রাফি বিন সিদ্দিকী;
ব্র্যান্ডিং ও প্রমোশন—রাফিদ, রেজওয়ান খান তুষার;
ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স—নূর মোহাম্মদ হাসান শুভ, ইলিউন উষ্ণতা, মেহেরুন শান্তা;
এক্সটার্নাল অ্যাফেয়ার্স—মাহফুজুর রহমান, সৈয়দা মিন্নাতুন জারিফ, হান্নান হামিদ;
ইন্টারনাল অ্যাফেয়ার্স—মোহাম্মদ মুন্না, মোহাম্মদ রাফি, জান্নাতুল ফেরদৌস;
ডকুমেন্টেশন—মিদুল ইসলাম এমিল, হাম্মাদুর রহমান, মো. বাসার আলী;
ট্যালেন্ট অ্যাকুইজিশন—রাকিবুল হাসান স্বাধীন, ফরহাদ ইসলাম সোহান, নাফিসা ফেরদৌসি মৌ;
মিডিয়া ও পাবলিকেশন—মেহেদী হাসান সরকার, ফাহমিদা আক্তার লিখা;
অপারেশন ও সাপোর্ট—জামিল হোসেন, শুভ কুমার হালদার, কাওসার আলী মন্ডল।
এছাড়াও আরও ৫০ জন সদস্যকে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি তোফায়েল আহমেদ অনিক বলেন, “সভাপতির দায়িত্ব শুধু একটি পদ নয়, এটি একটি অঙ্গীকার। ক্লাবটিকে আরও গতিশীল ও কার্যকর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো।”
সাধারণ সম্পাদক জুলকিবলি হাসান বলেন, “নতুন কমিটির প্রতিটি পদক্ষেপে স্বপ্ন ও মূল্যবোধের প্রতিফলন ঘটবে। নেতৃত্ব নয়, একসাথে পথচলাই আমাদের লক্ষ্য।”