ঢাকা সেনানিবাসে সাক্ষাৎ করেন ফখরুল নেতৃত্বাধীন প্রতিনিধি দল
স্টাফ রিপোর্টার | প্রভাষক জাহিদ হাসান
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম-এর মর্মান্তিক মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তার বার্তা পৌঁছে দিতে শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা তুলে ধরেন মির্জা ফখরুল।
এ সময় শহীদ তৌকিরের স্ত্রী আকশা আহম্মেদ নিঝুম, শ্বশুরসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন:
উল্লেখ্য, রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ চলাকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।