শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার
ফেসবুকে হাইকোর্ট নিয়ে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।
রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সারজিস আলম হাইকোর্টের একটি রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেন। তিনি লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?” — যা আদালতের মর্যাদা ক্ষুণ্ন করে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে, গত ২৪ মে সারজিস আলমকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়ে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। নোটিশের জবাব না পাওয়ায় গত ২৮ মে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন আইনজীবী জসিম উদ্দিন।
আদালত আজ সেই আবেদনের শুনানি নিয়ে পর্যবেক্ষণসহ তা নিষ্পত্তি করেন।