স্টাফ রিপোর্টার
অবহেলিত নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে হলে কল্যাণ রাষ্ট্র তৈরি করতে হবে – এবি পার্টি
আজ ১৩ জুলাই রবিবার যশোরের চৌগাছা আমার বাংলাদেশ পার্টির উপজেলা কার্যালয়ে অবহেলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, নিগৃহীত নাগরিকদের জন্য বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র তৈরির জন্য সকলকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র ব্যবস্থা শুধুমাত্র প্রতিবন্ধী, বিধবা কিংবা বয়স্ক ভাতার দেওয়ার মাধ্যমে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বরং কল্যাণ রাষ্ট্র তৈরির মাধ্যমে ধনী গরীবের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দূরত্বের ব্যবধান কমিয়ে আনতে হবে। এজন্য এবি পার্টি দায় ও দরদের রাজনীতির মাধ্যমে জনগণকে রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। রাষ্ট্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা গেলেই তখন নাগরিকদের ভ্যাট ট্যাক্সের অর্থে কোন বিশেষ গোষ্ঠী অসীম ক্ষমতাশালী হয়ে উঠবে না ।
এসময় উপস্থিত ছিলেন ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত, চৌগাছা উপজেলার এবি পার্টির সংগঠক সাংবাদিক মেহেদী হাসান শিপলু, এবি যুব পার্টির নেতা হাসান বাবু, নাহিদ ইসলাম সহ আরো অনেকে ।