রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে স্পষ্ট বার্তা ইরানের
প্রভাষক জাহিদ হাসান, দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেক্স :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাদ দিয়ে একটি পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার যে দাবি করেছেন—তা সরাসরি অস্বীকার করেছে তেহরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ সূত্রে জানা যায়, তথাকথিত ‘শূন্য সমৃদ্ধিকরণ’ ভিত্তিক কোনো প্রস্তাব রাশিয়ার পক্ষ থেকে ইরানের কাছে পাঠানো হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই ধরনের কোনো সম্ভাব্য চুক্তির বিষয়ে পুতিনের কাছ থেকে ইরান কোনো বার্তা পায়নি বলেও জানায় সূত্রটি।
মেহের নিউজ আরও জানায়, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আব্বাস আরাগচির সর্বশেষ বৈঠকেও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকের পর রাশিয়া ও ইরানের মধ্যে যেসব কূটনৈতিক বার্তা বিনিময় হয়েছে, তার মধ্যেও এ ধরনের কোনো প্রস্তাবের অস্তিত্ব নেই।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। সেখানে পুতিন এমন একটি পরমাণু চুক্তির পক্ষে মত দিয়েছেন, যেখানে ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।
তবে এই দাবি একেবারেই নাকচ করে দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জন্য একটি ‘রেড লাইন’। এটি তাদের স্বনির্ভর প্রযুক্তির অংশ, এবং কোনোভাবেই আলোচনার টেবিলে আনা যাবে না।