মিটফোর্ডে লালচাঁদ হত্যাকাণ্ডে প্রধান দুই আসামি গ্রেপ্তার
মো: রায়হান, স্টাফ রিপোর্টার
দৈনিক সংবাদ ৭১ ডিজিটাল ডেস্ক
মিটফোর্ড এলাকায় ভাঙরি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে—খুনিরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, আইনের আওতায় তাদের আনা হবেই। কাউকেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (১২ জুলাই) রাতে এক লিখিত বিবৃতিতে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির বিবৃতিতে জানানো হয়, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হত্যার মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে হেফাজতে নেওয়া হয় এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে অপর আসামি তারেক রহমান রবিনকেও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
ডিসি তালেবুর রহমান জানান, “তদন্তে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা বাকি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক হচ্ছে।”
তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “সামাজিক মাধ্যমে পুলিশের তৎপরতা নিয়ে কিছু বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক প্রচার চালানো হচ্ছে, যা চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে। এটি কোনোভাবেই কাম্য নয়।”
ডিএমপি জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং সবার সহযোগিতায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে।