সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১১২, অস্ত্র ও গুলি উদ্ধার
প্রভাষক জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২১১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১৬০৯ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫০৩ জন।
শনিবার (১২ জুলাই) পুলিশের সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. ইনামুল হক সাগর।
তিনি জানান, পুলিশের এই বিশেষ অভিযানে একটি দেশীয় চাপাতি, একটি অচল বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এসব আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, সারাদেশব্যাপী এই ধরনের বিশেষ অভিযানে অপরাধ দমন ও আসামিদের গ্রেফতারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে।