হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
দীর্ঘ সময় পর বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণমুক্ত একটি দিন পার হলো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে কেউ আক্রান্ত হননি এবং কারও মৃত্যুর ঘটনাও ঘটেনি।
শুক্রবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দেশে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়, কিন্তু কোনও রোগীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ৬৭৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়।
সার্বিক হিসেবে দেশে ২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ২২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন মোট ২৯ হাজার ৫২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যদিও সংক্রমণের হার বর্তমানে শূন্যে, তারপরও সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। করোনার নতুন ধরন বা ভ্যারিয়েন্ট প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে বলে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।