বিলাইছড়িতে কৃষি অফিসের উদ্যোগে খরিপ-২ মৌসুমে চারা বিতরণ
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল), মাল্টিমিডিয়া প্রতিনিধি, রাঙামাটি
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক পরিবার ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২৬০টি নারিকেল গাছের চারা, ১০০টি তালের চারা, ৪০টি ক্ষুদ্র প্রান্তিক কৃষক পরিবারে ৫টি করে আমগাছের চারা এবং ৫০০ জন শিক্ষার্থীর মাঝে মোট ৪টি করে গাছের চারা (বেল, কাঁঠাল, নিম ও জাম) বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এবং উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডি. কৃষিবিদ সুমন গুপ্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফলদ ও বনজ গাছের চারা রোপণের কোনো বিকল্প নেই। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও টেকসই পরিবেশ উপহার দিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে উপস্থিত কৃষক ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।