1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
দুদকের অনুসন্ধানের জালে বেনাপোল কাস্টম কমিশনার কামরুজ্জামান | দৈনিক সংবাদ ৭১
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশ থেকে বাগেরহাটকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত রাইসা মনির কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন উখিয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশে জেলা আমীর আনোয়ারী: “সাম্য-মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বো” রাজশাহীতে সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ সুনামগঞ্জের রঙ্গারচরে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ সিলেটের জকিগঞ্জে ধানক্ষেত থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার, এলাকাজুড়ে রহস্যের আবহ জামালপুরে ‘রেমিটেন্স যোদ্ধা দিবস’ উদযাপন: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ফকিরহাট সদর ইউনিয়নে উন্নয়ন তহবিল আত্মসাৎ: রহস্যজনক প্রকল্প ব্যয়ে জড়িত সাবেক সচিব ও চেয়ারম্যান! ফকিরহাটে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন

দুদকের অনুসন্ধানের জালে বেনাপোল কাস্টম কমিশনার কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি, বেনাপোল, যশোর
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 


দুদকের অনুসন্ধানের জালে বেনাপোল কাস্টম কমিশনার কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি, বেনাপোল, যশোর

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ নানা দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান (কাজল) এবং আরও চার রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুদক এই তথ্য জানায়।

অন্যান্য অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ঢাকা পূর্ব কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, আয়কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, উপ-কর কমিশনার মো. মামুন মিয়া এবং কর পরিদর্শক লোকমান আহমেদ।

দুদক জানিয়েছে, কিছু অসাধু রাজস্ব কর্মকর্তা ও সদস্য কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দিচ্ছেন। এতে একদিকে সংশ্লিষ্ট ব্যক্তি ও করদাতারা লাভবান হচ্ছেন, অন্যদিকে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অনুসন্ধানে আরও উঠে এসেছে, ঘুষ না পেলে কর ফাঁকির মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের মালিকদের হয়রানি করার অভিযোগও রয়েছে।

এর আগে একই অভিযোগে গতকাল আরও পাঁচ রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। তারা হলেন—অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার মো. তারেক হাছান। তাদের মধ্যে তিনজন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য।

গত ২৯ জুন এনবিআরের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, যাদের অধিকাংশই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃস্থানীয় সদস্য। তারা হলেন—এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, অতিরিক্ত কর কমিশনার ও সংস্কার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার ও সহ-সভাপতি মোনালিসা শাহরীন সুস্মিতা, অতিরিক্ত কমিশনার ও সভাপতি হাছান তারেক রিকাবদার এবং অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু।

দুদক সূত্র বলছে, এনবিআরের এই শাটডাউন নেতৃত্বদানকারী কর্মকর্তারাই মূলত দুর্নীতির নানা চক্রের সঙ্গে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

উল্লেখ্য, মো. কামরুজ্জামান ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বেনাপোল কাস্টম হাউসে কমিশনার হিসেবে যোগদান করেন। তার যোগদানের পর থেকেই বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে “উৎসবমুখর” পরিবেশ তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তার ঘনিষ্ঠ সহযোগী সহকারী কমিশনার শরিফুল হাসান ও যুগ্ম কমিশনার সুশান্ত পালের বিরুদ্ধেও মোটা অংকের ঘুষ নিয়ে কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ কয়েকজন ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে শুভঙ্করের ফাঁকির সুযোগ করে দেওয়ারও অভিযোগ রয়েছে এই তিন কর্মকর্তার বিরুদ্ধে, যারা বর্তমানে বেনাপোল কাস্টম হাউসেই কর্মরত আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।