আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এইচএসসি পরীক্ষার সময় ফিমা আক্তার নামের এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
পরীক্ষার হল থেকে দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে দীর্ঘ সময় অজ্ঞান থাকায় সে ওই দিনের পরীক্ষায় অংশ নিতে পারেনি। দুপুর ২টা ৩০ মিনিটে তার জ্ঞান ফেরে, কিন্তু ততক্ষণে পরীক্ষার সময় শেষ হয়ে যায়।
ফিমার পিতা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আইরিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাকে জানালেও পরীক্ষার সময় শেষ হয়ে যাওয়ায় তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া সম্ভব হয়নি।
জ্ঞান ফিরে ঘটনাটি জানতে পেরে ফিমা মানসিকভাবে ভেঙে পড়ে। হাসপাতালেই সে বারবার কান্না ও অস্থির আচরণ করতে থাকে। ক্যানুলা খুলে ফেলে এবং পাগলের মতো আচরণ শুরু করে। চিকিৎসক ও স্বজনরা তাকে শান্ত করার চেষ্টা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ফিমা আগামী দিনের পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবে। তবে আজকের পরীক্ষাটি দিতে না পারায় তাকে আগামী বছর ওই বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে হবে।
ঘটনাটি তার পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোক ও সহানুভূতির জন্ম দিয়েছে। সবার কামনা, ফিমা দ্রুত সুস্থ হয়ে বাকি পরীক্ষাগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারে।