আজিজুল রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষার সময় দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত পরীক্ষার সময় হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ দুই শিক্ষার্থীর একজন হচ্ছেন কেয়া মনি। তিনি ফকিরহাট মহিলা কলেজের ছাত্রী এবং কাজী আজাহার আলী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। তার বাড়ি কামটা মৌভোগ, ফকিরহাট, বাগেরহাটে। অপরজন শিক্ষার্থী ফিমা আক্তার, যিনি শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধীনে ফকিরহাট হেল্লাল উদ্দিন মহাবিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি শুভদিয়া, কচুয়া, ফকিরহাট।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সরদার তানভীর মাহমুদ অনিক জানান, দুই শিক্ষার্থীকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছে। কেয়া মনির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও ফিমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি এখনও অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।
অসুস্থ শিক্ষার্থীদের পরিবার দেশবাসীর কাছে তাদের সন্তানের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি, তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন, যেন মানবিক বিবেচনায় পরীক্ষার বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এই ঘটনায় ফকিরহাটের সর্বস্তরের মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।