1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
৩২ বছর পর এমপিওভুক্ত হচ্ছেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা | দৈনিক সংবাদ ৭১
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

৩২ বছর পর এমপিওভুক্ত হচ্ছেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা

প্রতিবেদক: আহম্মদ আলী  দৈনিক সংবাদ ৭১
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 


৩২ বছর পর এমপিওভুক্ত হচ্ছেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা

প্রতিবেদক: আহম্মদ আলী, দৈনিক সংবাদ ৭১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে কর্মরত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সের শিক্ষকরা দীর্ঘ ৩২ বছরের বঞ্চনার পর এমপিওভুক্ত হতে যাচ্ছেন।

বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১” শীর্ষক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে শিগগিরই প্রস্তাব পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে।”

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহসভাপতি মো. জমির হোসেন বলেন, “সারাদেশে ৪৯৫টি কলেজে প্রায় ৩,৫০০ জন শিক্ষক কর্মরত রয়েছেন, যারা ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কোনো ধরনের বেতন-ভাতা ছাড়াই দায়িত্ব পালন করে আসছেন।”

তিনি আরও জানান, “একই কলেজে এইচএসসি ও ডিগ্রি কোর্সের শিক্ষকরা এমপিওভুক্ত হলেও অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা ছিলেন বঞ্চিত। অথচ মাত্র ১১১ কোটি টাকার বার্ষিক বাজেট বরাদ্দ হলেই এই সমস্যার সমাধান সম্ভব।”

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এই দীর্ঘমেয়াদি বঞ্চনার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান এবং এমপিওভুক্তির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেন। তবে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উপ-সচিব তাজকির উজ জামান বলেন, “অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওর জন্য ১১২ কোটি টাকার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন:

  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব
  • অর্থ বিভাগের সচিব
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
  • ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
  • এনটিআরসিএ চেয়ারম্যান
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
  • কারিগরি শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক
  • মাদ্রাসা শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক
  • ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ
    বিভিন্ন কলেজের বঞ্চিত অনার্স-মাস্টার্স শিক্ষকরাও এই সভায় অংশ নেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আশার আলো দেখছেন হাজারো শিক্ষক, যারা বছরের পর বছর ধরে শিক্ষাদানের মহান দায়িত্ব পালন করে আসছিলেন বেতন-ভাতা ছাড়াই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।