মোহাম্মদ হোসাইন, ক্রাইম রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন:
১। আব্দুল লতিফ (৫২), ২। লালমিয়া (১৯), ৩। কবিরুল (২০), ৪। তরিকুল (২১), ৫। রুবেল (২৬), ৬। তৌহিদুল আলম মাহিম (২৭), ৭। ফাহাদ (২০), ৮। সুমন (২২), ৯। দেলোয়ার দিলু (৩৫), ১০। নুরুল ইসলাম (৩২), ১১। আরমান (৩৭), ১২। নাদিম (৪০), ১৩। তাসিব টাইকা (২২), ১৪। আনোয়ার (৪৫), ১৫। জুলহাস (৩৫) ও ১৬। টিপু (৪০)।
অভিযানে তাদের কাছ থেকে দুইটি সামুরাই, একটি রামদা ও একটি লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, আদাবর থানা সূত্রে জানা গেছে, থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে চালানো বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে আরও ১২ জনকে। তারা হলেন:
১। আলামিন (২২), ২। শাওন হাওলাদার (২০), ৩। আজিজুল হক (৩৭), ৪। নুর উদ্দিন ইসলাম (১৮), ৫। নাদিম হোসেন (২০), ৬। রনি বেপারী (২৩), ৭। শাহিনুর ইসলাম (২২), ৮। রাজু আহম্মেদ (৩২), ৯। রিজিকা (৪৫), ১০। মরিয়ম (২১), ১১। রাজু (২০) ও ১২। সুজন (২২)।
এসময় তাদের হেফাজত হতে দুই কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
রবিবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।