স্টাফ রিপোর্টার, রায়হান হোসেন :
বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাজধানীর খিলক্ষেত এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি স্থায়ী মন্দির নির্মাণ করবে বলে আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল রোববার (২৯ জুন) বিকেলে খিলক্ষেত রেলগেট এলাকায় উচ্ছেদকৃত দুর্গামন্দিরের স্থান পরিদর্শনে যান বিএনপি সমর্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সেখানে উপস্থিত হন এবং তার পক্ষ থেকে মন্দির নির্মাণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব তরুণ দে, ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ সাহা প্রমুখ।
নেতারা বলেন, প্রতি বছরই এই এলাকায় অস্থায়ীভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং পূজা শেষে প্রতিমা ও মন্দির সরিয়ে নেওয়া হয়। তবে এ বছর মন্দিরটি নির্ধারিত সময়ে না সরানোয় রেল কর্তৃপক্ষ মন্দির কমিটিকে মৌখিক ও লিখিতভাবে নোটিশ দেয়। কিন্তু প্রতিমা সরিয়ে না নেওয়ায় রেল কর্তৃপক্ষ মন্দিরটি উচ্ছেদ করে। এতে প্রতিমা ভেঙে যায়। নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।