স্টাফ রিপোর্টার, রায়হান হোসেন :
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনে।
রোববার (২৯ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। চলতি বছরে করোনায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে। আর ২০২০ সালে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মারা গেছেন মোট ২৯ হাজার ৫২১ জন।
চলতি বছর (২০২৫) এ পর্যন্ত ৮ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করে ৫৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৭৩০টি। এ পর্যন্ত করোনায় শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৪ শতাংশ এবং সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর
#করোনা, #স্বাস্থ্য, #বাংলাদেশ, #Covid-19 Update