বিশেষ সংবাদদাতা:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে। রোববার (২৯ জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় জনগণ পুলিশের ওপর হামলা চালায়। মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে প্রায় দুই শতাধিক গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে নজর উদ্দিন নামে এক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, ঘটনার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একজন এজাহারভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।