মো. শামীম হাওলাদার
মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট | দৈনিক সংবাদ ৭১
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রাহাদ ভাই। তারুণ্যের শক্তি, আদর্শিক দৃঢ়তা ও জনসংযোগমুখী কার্যক্রমের কারণে তিনি দিন দিন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছেন।
রাজনৈতিক জীবনে বহুবার মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাবরণ করেছেন রাহাদ ভাই। সহ্য করেছেন নির্যাতন ও হয়রানি, কিন্তু আদর্শচ্যুত হননি কখনও। এসব অভিজ্ঞতা বরং তাকে আরও বলীয়ান ও জনসম্পৃক্ত নেতায় পরিণত করেছে।
সুদর্শন, আত্মবিশ্বাসী ও ইসলামি সংস্কৃতিচর্চায় দৃঢ় এই প্রার্থী তরুণদের মধ্যে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন। অনেক তরুণ তাকে অভিহিত করছেন ‘তারুণ্যের আইডল’ হিসেবে। স্থানীয়দের ভাষায়, “তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন।”
নির্বাচনে জয়ী হলে তিনি যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চান তা হলো—
✅ স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব
✅ তরুণদের জন্য কর্মসংস্থান
✅ ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণ
✅ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা
গ্রাম থেকে শহর—সর্বত্রই রাহাদ ভাইয়ের নাম শোনা যাচ্ছে আস্থার সাথে। জনগণ মনে করছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তারা একজন সৎ, সংগ্রামী ও আদর্শবান নেতাকে নির্বাচিত করতে চান।
রাহাদ ভাই এখন আর কেবল একজন প্রার্থী নন—তিনি তারুণ্য, ন্যায় এবং পরিবর্তনের প্রতীক।