📰 নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ জুন ২০২৫ | ঢাকা
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার লন্ডনে অনুষ্ঠিত বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা করেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি।
সোমবার (১৬ জুন) রাতে বিএনপি’র স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকের শুরুতেই আলোচিত এই বৈঠকটি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। রাত আড়াইটার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অত্যন্ত ফলপ্রসূ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশের জনগণের মধ্যে আস্থা সঞ্চার করেছেন। এজন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।”
স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, “বহুকাঙ্ক্ষিত এ বৈঠকে তারেক রহমান দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার বিষয়টি সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন।”
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে এই আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে।