1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০, মোট প্রাণহানি ছাড়াল ৫৫ হাজার | দৈনিক সংবাদ ৭১
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ বিএনপি ও জামায়াত শিক্ষা অধিদপ্তরের পরিপত্র জারির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন বোচাগঞ্জে সার বিক্রয়ে অনিয়ম: ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে বদলি ৬৫ আনসার সদস্য জামালপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত জামালপুরে প্রতিবন্ধী পরিবারের মাঝে অটোরিকশা উপহার দিলেন ইউএনও পিংকি একদিনের বৃষ্টিতে জোয়ার-ভাইরাসে নাকাল ফকিরহাটের মৎস্য খাত, ভেসে গেছে বিশ কোটি টাকার মাছ চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের বাচ্চাকে আবারও ধর্ষণের চেষ্টা   “কৃষিই সমৃদ্ধি”: অরণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী আটক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০, মোট প্রাণহানি ছাড়াল ৫৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২০, মোট প্রাণহানি ছাড়াল ৫৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনেই অন্তত ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬০ জনের বেশি। নিহতদের মধ্যে বহু মানুষ রয়েছেন যারা খাদ্যের সন্ধানে ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন।

আল জাজিরার খবরে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এর ফলে চলমান সংঘাতে গাজায় মোট প্রাণহানি সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল থেকে এ পর্যন্ত ৫৭ জন ত্রাণপ্রার্থী নিহত ও অন্তত ৩৬৩ জন আহত হয়েছেন। এসব হামলা হয়েছে বিতরণকেন্দ্রগুলোতে, যেগুলো পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর মাধ্যমে। বিতরণকেন্দ্রগুলো ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত হওয়ায়, সেখানেই বারবার হামলা চালানো হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জিএইচএফ-এর কার্যক্রমকে “নাটকীয় সাফল্য” বলে আখ্যা দিলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও রাষ্ট্রগুলো এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। কারণ, এসব বিতরণকেন্দ্রে উপচে পড়া মানুষের ভিড়ের মধ্যে গুলিবর্ষণের ফলে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে।

রাফাহ ও নেৎসারিম করিডোরে অবস্থিত বিতরণকেন্দ্রগুলোকে স্থানীয়রা ইতোমধ্যে “মানবিক গণহত্যার কেন্দ্র” হিসেবে অভিহিত করছেন। জিএইচএফ-এর কার্যক্রম শুরুর পর থেকে এসব এলাকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২২০ জন। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে তারা নেৎসারিম এলাকায় “সতর্কতামূলক গুলি” চালিয়েছে, যা বহু মানুষের মৃত্যু ঘটিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস অভিযোগ করেছে, “ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরি করছে এবং খাদ্য অবরোধ ও গুলিবর্ষণের মাধ্যমে মানুষকে অনাহারে হত্যা করছে।”

এ ঘটনায় জাতিসংঘও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং জিএইচএফ-এর সঙ্গে কোনো সহযোগিতা না করার ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিতরণকেন্দ্রে ইসরায়েলি সামরিক সহায়তাপ্রাপ্ত বেসরকারি ঠিকাদার নিয়োগ মানবিক নীতিমালার লঙ্ঘন।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, জিএইচএফ-এর কার্যক্রম “নৃশংসতা থেকে মনোযোগ সরানোর একটি কৌশল এবং সম্পদের অপচয় মাত্র।” সংস্থাটি আরও বলেছে, তারা এবং অন্যান্য অভিজ্ঞ সংস্থাগুলো গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে প্রস্তুত, তবে ইসরায়েল এখনো তাদের কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না।

বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে
গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই প্রকট হচ্ছে। বিশ্লেষক ক্রিস নিউটনের মতে, ইসরায়েল এমন একটি সহায়তা কাঠামো গড়ে তুলেছে যা ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খল ও সহিংস। এটি দক্ষিণাঞ্চলের দিকে মানুষকে ঠেলে দিয়ে খাদ্যসংকটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

নিউটন আরও বলেন, জিএইচএফ প্রতিদিন একজনকে মাত্র ১,৭৫০ ক্যালরি খাদ্য সরবরাহ করছে—যা আন্তর্জাতিক জরুরি মানবিক মানদণ্ডের চেয়েও অনেক কম। এমনকি ইসরায়েল ২০০৮ সালে যে ন্যূনতম পুষ্টি মাত্রা নির্ধারণ করেছিল, তার চেয়েও নিচে।

গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন জরুরি হয়ে উঠেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।