মা-স্বামী-ভাইসহ সাংবাদিক মুন্নি সাহার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন এবং দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার (৩ জুন) এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা যায়, দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত এই পাঁচজনের দেশত্যাগ ঠেকাতে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক মুন্নি সাহা, তার পরিবারের সদস্যরা এবং তার স্বামী কবির হোসেন—যিনি ‘এস এম প্রমোশনস’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী—অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন এবং জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বর্তমানে দুদক কর্তৃক একটি অনুসন্ধান প্রক্রিয়াধীন রয়েছে।
দুদকের আবেদনে আরো বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—অভিযুক্তরা যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন, যার ফলে চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এই আশঙ্কার কারণেই অনুসন্ধানকে কার্যকর ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত জরুরি হয়ে পড়ে।
আদালতের এই আদেশের ফলে সাংবাদিক মুন্নি সাহা ও তার পরিবারের সদস্যরা এখন থেকে আদালতের অনুমতি ব্যতীত দেশত্যাগ করতে পারবেন না। তাদের বিরুদ্ধে অনুসন্ধান প্রক্রিয়া চলমান থাকায়, এই পদক্ষেপকে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে।
দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হলে, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং দুর্নীতির মামলাও দায়ের করা হতে পারে।