1. dailysonbad@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. newsroom@dailysongbad71.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
‘এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি’ — প্রধান উপদেষ্টা | দৈনিক সংবাদ ৭১
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয়করণের দাবিতে ৬৪ জেলা থেকে ঢাকায় আসছেন শিক্ষকরা বাঞ্ছারামপুরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সংস্কারের অভাবে পানির নিচে রাস্তা, চরম দুর্ভোগে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশি নারী গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা তারুণ্যের উৎসবে ৩০০ বৃক্ষরোপণ: পরিবেশ রক্ষায় যুবসমাজের শপথ ফকিরহাটে জলাবদ্ধতা নিরসনে নদী-খালে জাল-পাটা উচ্ছেদ অভিযান দুমকিতে সেতু নির্মাণ প্রকল্পের সুপারভাইজারের রহস্যজনক মৃত্যু কক্সবাজারে মোবাইল কোর্টের অভিযান রামপাল পরিদর্শনে জেলা প্রশাসক: শৃঙ্খলা, উন্নয়ন ও আন্তরিকতার বার্তা

‘এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি’ — প্রধান উপদেষ্টা

হারুন অর রশিদ, ষ্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

 

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আলোচনার দ্বিতীয় পর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী জুলাই মাসেই একটি শক্তিশালী ও সুসংগঠিত ‘জুলাই সনদ’ প্রণয়ন করা সম্ভব হবে। তিনি রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং আলোচনায় দেখানো আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করে বলেন, “এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।”

সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অধ্যাপক ইউনূস সভাপতিত্ব করেন। জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। আলোচনা শুরুতেই তিনি বলেন, প্রথমে ধারণা ছিল হয়তো দলগুলো এতটা আগ্রহ দেখাবে না বা গভীরভাবে অংশ নেবে না, কিন্তু বাস্তবে তারা যেভাবে নিজেদের মধ্যে মতবিনিময় করেছে এবং ঐকমত্য কমিশনের সঙ্গে বিতর্ক ও আলোচনায় নেমেছে, তাতে তিনি আনন্দিত হয়েছেন।

তিনি আরও বলেন, “অনেকগুলো বিষয়ে আমরা কাছাকাছি চলে এসেছি। আরেকটু অগ্রগতি হলেই আমাদের ঐকমত্যের তালিকায় আরও একটি সুপারিশ যুক্ত হতে পারে। এমন একটি সুযোগ যাতে আমরা হাতছাড়া না করি, সেটি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”

আলোচনার প্রথম পর্বে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ছিল, সেগুলো দ্বিতীয় পর্বে ঘুচে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “যেসব বিষয়ে এখনো মতানৈক্য রয়েছে, তা দূর করে আমরা যেন এমন একটি ‘জুলাই সনদ’ উপহার দিতে পারি, যা একটি জাতীয় ঐক্যের নিদর্শন হবে এবং দেখতে দৃষ্টিনন্দন হবে।”

প্রধান উপদেষ্টা আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁর প্রতিটি বৈঠকই তাঁর কাছে সবচেয়ে আনন্দদায়ক, কারণ এই বৈঠকগুলোতে বাংলাদেশের ভবিষ্যৎ রচনার কাজ হচ্ছে। তিনি বলেন, “আমি যেসব বৈঠকে অংশ নিই, তার মধ্যে সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন আপনাদের (রাজনৈতিক নেতৃবৃন্দের) সঙ্গে বসতে পারি। এখানে একটি জাতীয় রূপরেখা তৈরির কাজ চলছে, এবং আমি গর্বিত যে এতে নিজেকে যুক্ত করতে পেরেছি।”

ঐকমত্য কমিশনের সূত্র অনুযায়ী, ঈদুল আজহার আগে এক দফা এবং ঈদের পরে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ওপর, বিশেষ করে যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। এইসব আলোচনা থেকে অর্জিত ঐকমত্যের ভিত্তিতেই জুলাই মাসে একটি ঐকমত্যভিত্তিক জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্য রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অন্তর্বর্তী সরকার ছয়টি পৃথক সংস্কার কমিশন গঠন করে—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ। ফেব্রুয়ারিতে এই কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়। এরপর ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয় ‘জাতীয় ঐকমত্য কমিশন’। এই কমিশন ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ ছক আকারে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে মতামত আহ্বান করে।

এরপর ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম পর্বে ৩৩টি দলের সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হয়। এই আলোচনার অগ্রগতি তুলে ধরতে ২৬ মে একটি সংবাদ সম্মেলন করে ঐকমত্য কমিশন, যেখানে জানানো হয় কোন কোন বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে এবং কোন কোন বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

সংবিধানের মৌলিক কাঠামো সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐকমত্য হয়নি বলে জানায় কমিশন। এসব বিষয়ের মধ্যে রয়েছে—বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ ও মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন, একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, একজন সংসদ সদস্য একাধিক পদে থাকতে পারবেন কি না, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া কেমন হবে।

যদিও এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তথাপি অনেক রাজনৈতিক দল আলোচনায় নমনীয়তা প্রদর্শন করেছে এবং পরবর্তী পর্যায়ে আরও আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছার ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2024, All rights reserved. এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: এখানে নিজস্ব সংবাদ প্রচার সহ বিভিন্ন পত্রিকার সংবাদ সুত্র সহ প্রকাশ করা হয়। অনুগ্রহ পূর্বক কেহ অভিযোগ করিবেন না। তাছাড়াও কোন অভিযোগ থাকলে ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।