ঈদকে সামনে রেখে মুগ্ধ, সাঈদ ও স্মৃতিসৌধ সংবলিত নতুন নোট বাজারে আসছে। তবে নতুন টাকায় থাকছে না বঙ্গবন্ধুর ছবি।
বুধবার (২১ মে) একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি বলেন, নতুন নোটের ডিজাইন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। কাগজ আনা হয়েছে। ১০০০ টাকার নোটসহ কয়েকটি ভিন্ন নোটের ছাপার কাজ শুরু হয়েছে। এবার কোনো নোটে মানুষের পুরোপুরি ছবি থাকছে না। তবে জুলাই বিপ্লবে শহীদ, তারুণ্য, সুন্দরবন এবং ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় থাকছে নতুন নোটের নকশায়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ৫ টাকায় থাকবে আবু সাঈদ ও মুগ্ধদের ছবি, ১০ টাকায় থাকবে তারুণ্যের ঐক্যের প্রতীক এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি। ১০০ টাকায় থাকবে ইউনেস্কোর স্বীকৃত সুন্দরবনের চিত্রা হরিণ ও বাঘের চিত্র। এছাড়া ২০০ টাকায় ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা থাকবে। তাছাড়া ৫০০ টাকায় থাকছে ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম কাগুজে মুদ্রা চালু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। এরপর ধাপে ধাপে চালু হয় ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। সর্বশেষ ২০২০ সালে বাজারে আনা হয় ২০০ টাকার নোট।