যশোরের শার্শার আওয়ামী লীগের সাতজন নেতা কর্মী আটক
রায়হান হোসেন, উপজেলা প্রতিনিধি,
শার্শা, যশোর
যশোরের শার্শার উপজেলার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বেনাপোল পোর্ট থানার নটাদিঘা গ্রামের মুকুল হোসেন, শার্শা উপজেলা যুব লীগের সদস্য ও চটকাপোতা গ্রামের সাহেব আলী, শার্শা সদর ইউনিয়নের সাবেক সদস্য ও গাতিপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক,শার্শা উপজেলা যুবলীগের সদস্য ও শার্শা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য পান্তা পাড়া গ্রামের মহিউদ্দিন আলন, উপজেলা যুবলীগের সদস্য শার্শা মাঠ পাড়ার হায়দার আলী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, শার্শা কাজী পাড়ার কাজী মাখনকে ঝিকরগাছার হাজেরালীর ভাড়া করা একটি ফ্লাট বাসা থেকে আটক করে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ঝিকরগাছা ও শার্শা থানায় মামলা রয়েছে।