
ভোলায় র্যাবের অভিযানে পুলিশ হত্যা চেষ্টা মামলার ২ আসামী আটক
রিয়াজ ফরাজি
ভোলা’র বোরহানউদ্দিনে আলোচিত পুলিশের ২ এএস আই কে হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরতর রক্তাক্ত জখম মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ মিজান (৩৮) মোঃ রাসেল (২১) নামের ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিএসসি বরিশালের ভোলা ক্যাম্পের সদস্যরা।
রবিবার(১২ জানুয়ারি ২০২৫) রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ভোলা জেলার বোরহানউদ্দিন থানার আলোচিত পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলাপূর্বক গুরতর রক্তাক্ত জখম মামলা, যাহার বোরহানউদ্দিন থানার মামলা নং-১১
মামলায় উল্লেখিত আসামীদেরসহ অপরাপর আসামীদের গ্রেফতার করার জন্য বোরহানউদ্দিন থানা পুলিশের কিছু সংখ্যক পুলিশ সদস্য গত সোমবার ৬ জানুয়ারি আসামীদের এলাকায় প্রবেশ করলে আসামীরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পুলিশের কর্তব্য-কাজে বাধা দান করে পুলিশের উপর আক্রমন করে পুলিশের দুইজন এএসআইকে লাঠি দ্বারা বাড়ি মেরে এবং ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে তাদের শরিরের বিভিন্ন স্থানে মরাত্নক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় থানায় মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশালের অধীনস্থ র্যাব ক্যাম্প, ভোলা এর একটি চৌকস
আভিযানিক টহল দল অদ্য রবিবার বিকেল বিকেল সাড়ে ৪ টায় অভিযান পরিচালনা করে মিজান এবং ৫নং পলাতক আসামী রাসেল কে জেলার শষীভূষণ থানাধীন আশ্রয়ন প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মিজান ও রাসেল বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাটামারা ৬ নং ওয়ার্ডের মোঃ নসুর ছেলে।মামলার অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
এছাড়াও র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
উল্লেখিত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ, বোরহান উদ্দিন থানা, ভোলা বরাবর হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।