চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় গ্রেফতার দশ আসামিকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দশ আসামি হলেন– চন্দন দাস, আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য্য, দুর্লভ দাস, সুমিত দাস ও সনু দাস।
সকালে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনসহ ১০ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন দাসসহ আরও ১০ জনকে কোতোয়ালি থানার আরো একটি মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।