নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
ডিবি কর্মকর্তা জানান, তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করা হয়েছে। সে কয়েকটি মামলার আসামি।
তামান্না জেসমিন রিভা আওয়ামী লীগ সরকারের আমলে বেশ আলোচিত।তার বিরুদ্ধে হলের সিট বাণিজ্যের অভিযোগ ছিল। ২০২২ সালে ইডেনে সিট বাণিজ্য নিয়ে তার হুমকি-ধামকির অডিও রেকর্ড ফাঁস হয়েছিল, যা নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।