শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, বাছেত মন্ডলের নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা রয়েছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর মডেল থানায় পাঠানো হয়েছে।