আমিরুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) মাল্টিমিডিয়া প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধন, র্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে এবং মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মৎস্যজীবী সমিতির জেলা আহ্বায়ক খায়রুল আহসান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ মাছ চাষি হিসেবে ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী শাহারুজ্জামানকে প্রথম, আঃ হান্নান পাড়কে দ্বিতীয় এবং মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে তৃতীয় স্থান অধিকারীর পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।