আজিজুল রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার, বাগেরহাট
সুন্দরবনের হারবারিয়া এলাকা থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১৮ কেজি অবৈধ কাঁকড়া ও শিকারি সরঞ্জামসহ আট হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সন্ধ্যায় দিঘির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয়—
আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এবং সুন্দরবন সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।