আজিজুল রহমান
মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১
মেজর লিগ সকারের (এমএলএস) এক রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির দাপুটে প্রত্যাবর্তনে জয়ের হাসি ফুটেছে ইন্টার মায়ামির মুখে। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। প্রথমার্ধে সার্জিও বুসকেটসের নিখুঁত পাস থেকে জর্দি আলবার দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় দলটি। বিরতিতে যাওয়ার আগেই স্কোরলাইন দাঁড়ায় ১-০।
দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিওনেল মেসি। ৫৭তম মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করলেও দুই মিনিট পর জোসেফ প্যাইন্টসিল গোল করে গ্যালাক্সিকে সমতায় ফেরান। তবে শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেসি।
৮৪তম মিনিটে তার অসাধারণ শটে আবারও এগিয়ে যায় মায়ামি। এরপর ৮৯তম মিনিটে মেসির ব্যাকহিল পাস থেকে লুইস সুয়ারেজ গোল করে জয় নিশ্চিত করেন।
এই জয়ে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়াল ৪৫। আগের ম্যাচে হারের পর সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির জয়।