মো. সাকির হাওলাদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী)
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় প্রায় ২ কেজি ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকালে সুবিদখালী বাজারের মৎস্য আড়তে নিলামের মাধ্যমে এ মাছটি বিক্রি হয়।
জেলে নিরব হাওলাদারের জালে পায়রা নদী থেকে ধরা পড়ে ১ কেজি ৮২০ গ্রাম ওজনের ইলিশটি। পরে নিলামে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৫ হাজার ১০০ টাকায় বিক্রি হয়। কমিশনসহ এর দাম দাঁড়ায় ৬ হাজার টাকা। মাছটি ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন।
মাছ ব্যবসায়ী হরেন বাবু জানান, সুবিদখালী বাজারে সচরাচর এত বড় ইলিশ মেলে না। তাই মাছটি দেখতে ভিড় করেন অনেকে।
ক্রেতা জাকির হোসেন বলেন, “এত বড় ইলিশ এখন খুবই বিরল। আশা করি ভালো দামে বিক্রি করতে পারব।”
এদিকে স্থানীয় ক্রেতারা অভিযোগ করেন, দিন দিন ইলিশের দাম এত বেড়ে গেছে যে সাধারণ মানুষের পক্ষে কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
একজন ক্রেতা আসলাম হোসেন বলেন, “আগে মাসে অন্তত একবার হলেও বড় ইলিশ কিনতাম, এখন আর সে সামর্থ্য নেই।”
মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, “বড় ইলিশে ফ্যাট, ভিটামিন ও পুষ্টিগুণ বেশি থাকে, যা হৃদরোগ, চোখ ও মস্তিষ্কের জন্য উপকারী। কিন্তু নানা কারণে বড় ইলিশের সংখ্যা কমছে। তবে উৎপাদন বাড়াতে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে।”