মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল), বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি।
আজ রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ১১টায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, চকিদার ও দফাদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।
এ সময় ইউপি চেয়ারম্যান বলেন, গুজব ছড়িয়ে বিলাইছড়ির একমাত্র বাজার দুই সপ্তাহ বন্ধ থাকায় আনুমানিক এক কোটি টাকার লেনদেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গুজবে কান না দিয়ে ক্রেতা-বিক্রেতাদের বাজারে আসতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দ্রব্যমূল্যের সমস্যা দেখা দিলে বাজার কমিটি তা দেখবে বলেও জানান।
পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।