নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ও বঙ্গবন্ধু সামাজিক সাংস্কৃতিক জোটের ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদকে ‘জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার সম্মাননা’ প্রদান করায় প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ফরিদপুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল রানা, সমাজকর্মী অ্যাডভোকেট মেহেরুন নেছা স্বপ্না, জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু, আরিফ হোসেন ও লুৎফর রহমান।
বক্তারা বলেন, যে ব্যক্তি সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছিলেন, তাকে কীভাবে ‘সাহসী সাংবাদিক পুরস্কার’ দেওয়া হলো তা বোধগম্য নয়। তারা অবিলম্বে শেখ ফয়েজ আহমেদকে দেওয়া সম্মাননা প্রত্যাহার, ফরিদপুর প্রেসক্লাব থেকে বহিষ্কার এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।