জাকির হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকি উপজেলায় নজরুল স্মৃতি সংসদ (গেটকা) প্রকল্পের উদ্যোগে লোকমোর্চা কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সরকারি জনতা কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. জামাল হোসেন এবং সঞ্চালনা করেন সরকারি জনতা কলেজের প্রভাষক শহীদুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি পীরতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহীন।
গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইসরাত জাহান বলেন, “দুর্যোগকালে নারী, শিশু ও প্রবীণদের সুরক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠন ও নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
সভায় শিক্ষক-শিক্ষিকা, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, রেড ক্রিসেন্ট সদস্য, ব্যবসায়ী, গৃহিণী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। বক্তারা বলেন, দুমকিতে উন্নয়নমূলক প্রকল্প খুব বেশি বাস্তবায়িত হয় না, তাই এনএসএস-এর এ উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুমকি শাখার প্রেসিডেন্ট মেহেদী হাসান বলেন, “জলবায়ু ও জেন্ডারভিত্তিক সচেতনতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
মহিলা নেত্রীরা সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার আহ্বান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ১ জন, সহ-সভাপতি ২ জন, সচিব ১ জন, যুগ্ম সচিব ১ জন, কার্যনির্বাহী সদস্য ৪ জন ও সাধারণ সদস্য ১৬ জন—মোট ২৫ সদস্যের দুমকি উপজেলা লোকমোর্চা কমিটি গঠন করা হয়।
অতিথিরা এনএসএস-কে ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্রকল্প যেন দুমকির গরিব-দুঃখী মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখে।